নেত্রকোনা প্রতিনিধিঃ
জনকল্যাণে জনউদ্যোগ এই শিরোনামে এবং পরিচ্ছন্ন নেত্রকানার দাবিতে বেসরকারি এবং স্বেচ্ছাসেবি ও পরিবেশ বিয়য়ক সংগঠন জনউদ্যোগ আয়োজিত এক সভা বুধবার দুপুরে নেত্রকোনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় মূল বিষয় উপস্থাপন করেন সংগঠনের ফেলো শ্যামলেন্দু পাল। পরে সংগঠনের বিগত ছয় মাসের কার্যক্রম এবং আগামী ছয়মাসের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন মৃণাল কান্তি চক্রবতর্ী, ওহিদুর রহমান, সুজাদুল ইসলাম ফারাস, আলপনা বেগম, পল্লব চক্রবতর্ী,আব্দুর রহমান, শিল্পী ভট্টাচার্য, রফিকুল ইসলাম আপেল এবং মিজার্ হৃদয় সাগর।