নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ সংস্কার প্রকল্পের পিআইসি কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের ও ভয়ভীতি দেখিয়ে প্রকল্প সভাপতির বক্তব্য নেয়ার প্রতিবাদে এবং বিষয়টি সঠিক তদন্তপূর্বক দ্বায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ এপ্রিল) বেলা ১২টায় খালিয়াজুরী উপজেলা চত্বরে ফসল রক্ষা বাঁধ সংস্কার কমিটি, খালিয়াজুরী এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, চাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খালিয়াজুরী প্রেসক্লাব সভাপতি স্বাগত সরকার শুভসহ বিভিন্ন ইউনিয়নের পিআইসি সদস্যরা বক্তব্য রাখেন।