স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোনায়ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। আজ (২১ জানুয়ারি) বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এসময় জেলার পাঁচটি আসনের ২৫ জন প্রার্থী দলীয় ও স্বতন্ত্র প্রতীক সংগ্রহ করেন। এরমাঝে শুধুমাত্র নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল পেয়েছেন ঘোড়া প্রতীক। এর আগে নির্বাচনী আচরন বিধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.