আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান আকন্দ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক। এছাড়া, অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত হাসান সৈকত। আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা নানা খেলায় অংশগ্রহণ করে।
ক্রীড়া প্রতিযোগিতার পর বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা নৃত্য, গান এবং অন্যান্য পরিবেশনায় তাদের প্রতিভার পরিচয় দেয়। অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, এবং সকলকে ভবিষ্যতে আরও উন্নতি ও সাফল্যের জন্য উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.