প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৩:০৬ পি.এম
ন্যায়বিচারের ছায়া পৌঁছে দিতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা

শেখ মামুনুর রশীদ মামুনঃ
গণমানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সামনে রেখে ময়মনসিংহ জেলা আইন-আদালত প্রাঙ্গণে শনিবার হয়ে গেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সম্মেলন। কেন্দ্রীয় নেতৃত্ব, আইনজীবী সমাজ ও স্থানীয় বিভিন্ন স্তরের বিএনপি সমর্থক আইনজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক–নির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। গণতন্ত্র,বিচারব্যবস্থা ও নাগরিক অধিকারের সুরক্ষাকে সামনে রেখে তিনি বলেন—“আইনের শাসন ভেঙে পড়লে কোনো জাতি টিকে থাকতে পারে না। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আইনজীবীর প্রথম এবং চূড়ান্ত দায়িত্ব—সেই দায়িত্ব পালনে আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন,বর্তমান সময়ে দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘন,বিচারহীনতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আইনের লড়াই—আজ ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই বলেও মন্তব্য করেন তিনি। সর্বসম্মতিতে নতুন কমিটি গঠনঃ সম্মেলনের নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন নেতৃত্ব। এতে—এডভোকেট মোঃ নুরুল হক—সভাপতি,এডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না—সাধারণ সম্পাদক,হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতাদের হাতে ফুল তুলে দেন উপস্থিত আইনজীবীরা। ভবিষ্যতে তাদের সাহসী,সৎ ও জনগণের অধিকারের পক্ষে অটল থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা আইনজীবী:গণতন্ত্রের শেষ ভরসা–বক্তারা আরও বলেন,বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তবে নাগরিক স্বাধীনতাও সুরক্ষিত থাকে না। তাই আদালত ও আইনজীবী সমাজকে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত রেখে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। মফস্বল আদালত পর্যন্ত ন্যায়বিচারের ছায়া পৌঁছে দিতে সক্রিয় ভূমিকার দাবি ওঠে সম্মেলনে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাইসার কামাল বলেন—“আমরা শুধু কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়—জনগণের অধিকার,সংবিধান ও স্বাধীনতার পক্ষে লড়াই করছি এবং তা অব্যাহত থাকবে।” সম্মেলনের সার্বিক বার্তা-গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবেন আইনজীবীরা। মানবাধিকার রক্ষা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি–আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আইনজীবী সমাজকে দেশের পথপ্রদর্শক শক্তি হিসেবে তুলে ধরে প্রত্যয়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় ময়মনসিংহ জেলা সম্মেলন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.