পথ ভুলে যদি আসে কেউ তোমার আঙিনায়
কখনও পথের কাঁটা ভেবো না তাকে।
ভালোবাসার চাদর বিছিয়ে বরণ করিও
বসতে দিও কুঁড়েঘরে শীতল পাটি রেখে।
যবে বসন্ত কাননে ফোটে রঙ বেরঙের ফুল
উড়ে আসে হাজারো মৌমাছি পথ ভুলে
সাথী হয় শত সহস্র কালো ভ্রমরের দল
তাড়ায় না কেউ যারা নিতে আসে ফুল তোলে।
পথ ভুলে যদি আসে কেউ তোমার আঙিনায়
দূর দূর করে তাড়িও না তাকে
হৃদয়ের মণিকোঠায় স্হান করে দিও
নিও তাকে একেবারে কাছে ডেকে।
হউক সে পথের ভিখারী না হয় মুসাফির
যদি আসে কোনদিন পথ ভুলে
ভালোবাসার অমৃত সুধায় ভরে দিও মন
দুঃখ যেনো না লয় কোন কথার ছলে।
পথে ভুলে যদি আসে তোমার প্রিয়া
ফিরাবে কি তাকে শূন্য হাতে?
ভাবনার জগতে ভাবিও শতবার
উত্তর খুঁজে নিও তুমি গভীর রাতে।