 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১:০৩ পি.এম
 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষেওয়াজ ও মিলাদ মাহফিল 
  
    
    
    
চীফ রিপোর্টার মোঃজামাল উদ্দিন কালাচাঁন:
ওয়াজ ও মিলাদ মাহফিল তারিখঃ ১২ই রবিঃ আউঃস্থানও গাজীপুর বাজারের পরির পার্শ্বে, মরহণ সাহাব উদ্দিন ফকির বাড়ী।সভাপতি : গাউসুল আযম বরিয়াবুনি পাক দরবার শরীফ এর হুজুর কেবলা মুর্শিদে বরহক, হযরত শাহ্ সূফি সৈয়দ আশরাফুল আলম রেজভী ফেরদৌস (মাঃ জিঃ আ) আল হুসাইনী ওয়াল হাসানী, আল চিশতি নিজামী, আল বরিয়াবরি প্রধান অতিথি : গাউসুল আযম বরিয়াবরি পাক দরবার এর শাহজাদা,শাহ সুফি হযরত মাওলানা মুফতি সৈয়দ হযরত তানজিম হুসাইন রেজভী (মারজিঃ আ) আল হুসাইনী ওয়াল হাসানী, আল চিশতি নিজামী, আল বরিয়াবরি। আরও উপস্থিত আছেন ছোট শাহাজাদা ফাহাদ হুসাইন রেজভী, আয়োজনে: গাউসুল আযম বরিয়াবরি দরবার শরীফের ভক্ত আশেকানবৃন্দ। সৌজন্যে: মোঃ উজ্জল মিয়া ও আবুল হোসেন।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.