শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পর্যটন বিনিয়োগে সেরা গোল্ডস্যান্ডস্ গ্রুপের ৫ তাঁরকা হোটেল স্যুট ক্রয়ে আজীবন আয় ও সম্পদের মূল্য বাড়বে বহুগুণ

 এস এম হোসেন বাবলা, বিশেষ প্রতিবেদক / ১৩১ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ২:৩৩ অপরাহ্ন

পর্যটন বিনিয়োগে সেরা গোল্ডস্যান্ডস্ গ্রুপের ৫ তাঁরকা হোটেল স্যুট ক্রয়ে আজীবন আয় ও সম্পদের মূল্য বাড়বে বহুগুণ পর্যটন শিল্প অনেক উন্নয়নশীল দেশের জন্য একটি ক্রমবর্ধমান শিল্প হিসাবে বিবেচিত হয়। এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, দারিদ্র্য বিমোচন, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধি, বিদেশী পর্যটকদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয়দের অর্থনৈতিক মান উন্নত করার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক এবং সামাজিকভাবে স্থিতিশীল।

এই গবেষণা গুণগত পদ্ধতির উপর ভিত্তি করে বাহিত হয়। পর্যটন শিল্প উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন বাংলাদেশের অন্যতম লাভজনক খাত। সম্পদের রাজা হোটেল, যা বাড়বে যেমন রিটার্ন ও তেমন। পর্যটন শিল্পে বিনিয়োগের মধ্য দিয়ে একদিকে যেমন ব্যক্তিগত উন্নতির পথ সুগম হতে পারে, অন্যদিকে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকার ব্যবস্থা করা সম্ভব।

কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগে সব থেকে বেশি আস্থা ও জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপ এ প্রতিটি আন্তর্জাতিক হোটেল মালিকানা নিশ্চিত করা হবে সাব-কাবলা দলিলের মাধ্যমে। যা সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং উচ্চমূল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে এবং আজীবন হালাল আয়ের নিশ্চয়তা দিবে।

যেখানে বিনিয়োগ করে সুদমুক্ত জীবন গড়ুন। বর্তমানে পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগই সবচেয়ে নিরাপদ ও লাভজনক। সকল হোটেলের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান বিশ্বসেরা আর্কিটেক্ট কোম্পানী Surbana Jurong। এ বছর রেল লাইন উদ্ভোবনে বাড়তি পর্যটক চাহিদা মেটাতে গোল্ডস্যান্ডস্ গ্রুপের ৫ তাঁরকা মানের ৩ টি হোটেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

যেখানে হোটেল সি ভিউ স্যুটের ৬০০ থেকে ৯০০০ স্কয়ারফিট পর্যন্ত ক্রয় করা সম্ভব। কক্সবাজারে হবে সেরা ব্যবসা, তাই হোটেল বিনিয়োগে ইনভেস্টমেন্ট একবার রিটার্ন বার বার। গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্পোরেট হেড অফিস (৪৭ নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২)। স্যুট ক্রয় ও বুকিং দিতে আজই যোগাযোগ করুন : ০১৮৭৭৭-১৫৩৩৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin