দেশের পর্যটন খাতে মালিকানা ক্রয়ের হাতছানি নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল দিয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় হল বি’তে ৬২ নম্বর প্রিমিয়ার স্টলে থাকছে দেশের পর্যটন ব্যবসায় শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি। দেশী-বিদেশী পর্যটকদের স্বস্তি দিতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে বিশেষ অবদান রাখার লক্ষ্য নিয়ে হোটেল ডেভলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপের গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তৈরী করেছে আন্তর্জাতিক মানের বিলাসবহুল ৫ তারকা হোটেল।
যেখানে মালিকানা ক্রয় করে যে কেউই হতে পারেন ৫ তারকা হোটেলের গর্বিত অংশীদার। হোটেল স্যুট বা আংশিক মালিকানা ক্রয়েই পাওয়া যাবে সাফ-কবলা রেজিস্ট্রেশন। যেখান থেকে বছরজুড়েই পাওয়া যাবে নিশ্চিত মুনাফা ও হালাল আয়। উপভোগ করতে পারবেন হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা। পাশাপাশি থাকছে গোল্ডস্যান্ডস গ্রুপের রিওয়ার্ড মেম্বার কার্ডেও বিভিন্ন রিটেইল আউটলেট ও রেস্টুরেন্টের ডিসকাউন্ট সুবিধা। পাশাপাশি গড়ে তুলতে পারবেন সুদমুক্ত জীবন। সম্পদের রাজা হোটেল, যা বাড়বে যেমন, রিটার্নও তেমন। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটন শিল্পে আস্থার নাম গোল্ডস্যান্ডস গ্রুপের হোটেলে মালিকানা ক্রয়ে আপনি হবেন নিশ্চিত লাভবান।এসব বিষয় বিস্তারিতভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বাণিজ্য মেলায় হল বি’তে গোল্ডস্যান্ডস গ্রুপের ৬২নং প্যাভিলিয়নে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি গোল্ডস্যান্ডস গ্রুপের কর্পোরেট হেড অফিস (নাসা হাইটস, গুলশান-১, ঢাকা ফোন- ০১৮৭৭৭১৫৩৩৩) থেকেও তথ্য সংগ্রহ ও হোটেলের মালিকানা ক্রয় করা যাবে।