মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে নিহতের সংখ্যা বেড়ে ১২জনে দাঁড়িয়েছে। শনিবার (৮ জুলাই) ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন কেন্দ্রের ব্যালট বক্স ধ্বংস করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে তিন স্তরের গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। এতে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লাখ। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে তিন স্তরে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের প্রথমদিনেই ১২জন নিহত হয়েছেন। এদের মধ্যে কোচবিহারের দু’জন বিজেপি কর্মী রয়েছেন।

এছাড়া রাজ্যের খড়গ্রাম, রেজিনগর, মানিকচক, চাপড়া, বাসন্তী, কাটোয়া, চাকুলিয়ায় তৃণমূলের সাতজন নেতা-কর্মী খুন হন। লালগোলা, আউশগ্রামে প্রাণ গেছে দুই সিপিএম কর্মী। এছাড়া নওদায় এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯ এবারের নির্বাচনে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এরপরও সহিংসতা ঠেকানো যায়নি। এ বিষয়ে রাজ্যের নির্বাচন রাজীব সিন্হা বলেন, এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin