‘নাটু নাটু’ নাচে ভাইরাল হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ‘আরআরআর’ ছবির এই গানটিতে পারফর্ম করে মাতালেন বিয়ের আসর।
ইতোমধ্যে অভিনেত্রীর সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘ওয়েডিং ব্রিজ’ নামের একটি গ্রুপ নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে ভিডিওটি। সেই সঙ্গে ভারতের সংবাদ মাধ্যমে উঠে এসেছে এটি।
‘নাটু নাটু’ গেল ১১ জানুয়ারি সেরা মৌলিক গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জনের পাশাপাশি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও’ সেরা গানের পুরস্কার পায় এটি। তবে শুধু গোল্ডেন গ্লোব পুরস্কার নয়, অস্কারের ৯৫তম আসরে সেরা গানের মনোনয়ন পেয়েছে ‘নাটু নাটু’।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী ১২ মার্চ জমকালো আয়োজনে বসবে অস্কারের এই আসর।তবে ওই আসরে পুরস্কার জিততে ‘নাটু নাটু’কে টপকে যেতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’ এবং ‘দিস ইজ লাইফ’র মত চারটি জনপ্রিয় গানকে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.