প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২, ৬:৪৯ পি.এম
পাকুন্দিয়ায় নতুন ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম- এমপি।
রোববার( ২৫ ডিসেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।
পরে প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ মিয়া ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ –২(পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) , পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার প্রমুখসহ দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.