প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২২, ৯:১১ এ.এম
পা কাটবেন কাটেন ,আমার নিকাব খুলবেন না দয়া করে

ঈমান কত মজবুত আলহামদুলিল্লাহ!
এই যুগেও সুমাইয়্যা রা.এর মত ইমান মজবুত ওয়ালা মা বোন রয়েছে ৷
যতই পড়ি ততই মুগ্ধ হচ্ছি ৷
'পা কাটবেন কাটেন ,
"আমার নিকাব খুলবেন না দয়া করে'"৷
আজ সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাড়ে ৯ মাইল নামক স্থানে বিআরটিসি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়! আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের মধ্যে লোকাল বাসটাতে একজন মাদরাসা পড়ুয়া বোন ছিল, বোনটির বয়স ১৭ বা ১৮ বছরের মতো হবে আনুমানিক।
লোকাল বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়াতে বোনটির পা দুটি বাসের সাথে চাপা পড়ে আটকে যায় বিধায় পা দুটি বের করা যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা মেয়েটির গোড়ালি কেটে তাকে উদ্ধার করে।
মেয়েটি বারবার বলতেছিলো 'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।
কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তার পরিচয় নিশ্চিতকরণ করতে একজন তার মুখ থেকে নিকাবটা সরিয়ে ফেলে। মেয়েটি তখন বলল"এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে"
- এই কথা বলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়।
এমন কিছু পুন্যবান মা-বোনদের কারণে জগৎটা এখনো টিকে আছে!
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.