নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জিসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ (১৮ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃত শিশু জিসান গুজিরকোণা গ্রামের জসিম মিয়ার ছেলে।
শিশুর জিসানের বাবা জসিম মিয়া জানান,জিসানের মা গর্ভবতী। অসুস্থ থাকায় শুয়ে ছিলো ঘরে। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে জিসানকে বাড়িতে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেন তিনি। অনেক খোজাখুঁজি পরও কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে গেলে পানিতে জিসানের পায়ের জুতা ভাসতে দেখে পানির নিচে নেমে খোজ করলে সেখান থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হান্নান মিয়া জানান,সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা পরিবারের লোকজনের। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.