ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬ নং রওনা ইউনিয়নে মাজারুল হকের কাছে চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকার করে।মাজহারুল হক তার জমিনে গাছের চারা রোপন করার সময় ভূমিদস্যু এলাকার চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করে মাজহারুল হক সহ কয়েকজনকে আহত করে।এ সময় চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজরা ওয়াকফকৃত কবর খানার জমিন সহ কিছু জমির দখল করে নেয়।
আওয়ামী ছত্রছায়া থাকার কারণে থানায় মামলা নিতে নারাজি প্রকাশ করে। বিশেষ সূত্রে জানাজায় গফরগাঁও সাব রেজিস্টার অফিসের অসৎ তিন জন ভেন্ডারের যোগসাজসে ভূমিদস্যু প্রতারক মহিউদ্দিন সোহেল গং নকল দলিল সম্পাদন করে জমি দখল করে।এ ব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করলে পুলিশ সুপার ডিবি অফিসে তদন্তের নির্দেশ প্রদান করেন এবং ময়মনসিংহ বিভাগীয় রেজিস্টার ডি আর ও বরাবর দরখাস্ত করলে ডি আর ও তাৎক্ষণিক জমি রেজিস্ট্রি করা বন্ধ করে দেন।
আওয়ামী দূঃ শাসনের ছত্র ছায়া জমি থেকে ধান কেটে নেয় এই ভূমিদস্যরা। ভূমিদস্যুদের কে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করার দাবি জানান ভুক্তভোগী। বিভিন্ন সূত্রে আরও জানা যায় এই ভূমিদস্যুরা ৬ নং রাওনা ইউনিয়ন বাসীদের জিম্মি করে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিল।
এই ভূমিদস্যরা এতই নিকৃষ্ট ছিল যে মাজহারুল হক তার সহযোগী ও মিডিয়াকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ করতে গেলে জমি থেকে উঠিয়ে দেয় এবং বাড়িতে হামলা করে এসময় মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিল। হঠাৎ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা সুপার কার্যালয়ে অবগত করেন।
উল্লেখ্য যে কেহ যদি এই সন্ত্রাসীদের বাধা হয়ে দাঁড়াতো তাহলে এই দুশ্চরিত্র লম্পটেরা মর্জিনা নামে এক মেয়ের দ্বারা মামলা ও বিভিন্ন অভিযোগ করে হুমকির সম্মুখীন করে রাখত ।ইজ্জতের ভয়ে তখন কেহ আর মুখ খুলতে চাইতো না এভাবেই চলত তাদের ভূমিদস্য চাঁদাবাজ লুটতরাজের রাজমহল।
সন্ত্রাসী হামলা: ভিডিও দেখতে লিংক ক্লিক করন https://www.facebook.com/reel/4042859305960550