প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৮:১৭ পি.এম
প্রতিহিংসার কবলে প্রায় ৪০/৫০ লক্ষ টাকার মাছ হুমকির সম্মুখীন

স্টাফ রিপোটারঃ মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের পদ্ম বিলের ফিসারিজ (পইদ্ম বিল) এর প্রায় ৪০/ ৫০ লক্ষ টাকার মাছ হুমকির সম্মুখীন। প্রথম পক্ষ মোঃআবুল কালাম বাদশা পিতা মোঃআঃখালেক।বাদশা মিয়া আভিযোগ করে বলেন,ফিসারী করার কারণে যদি কারো কোন সমস্যা হয়েই থাকে তাহাহইলে আলোচনা করা যেত। আর এখন আর আলোচনার সূযোগ কোথায়? যেহেতু মহামান্য আদালতে মামলা চলমান ।
হঠাৎ করে ২৭/০৩/২৪ইং তারিখে সাহীদ কাজি, রাসেল, সজিব গং সহ সকালে ১৫/১৬ জনের একটি দল ফিসারীর বাঁধ কেটে ফেলে দিয়েছে। এখন যদি অতি বৃষ্টি হয় সব মাছ চলে যাবে,যদি বৃষ্টি হয় এলাকার জমে থাকা বা ফসলি জমি থেকে কীটনাশকের পানি আসার কারণে পোনা মাছগুলি মরে সাফ হয়ে যাবে।
আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই মাছের চাষ চলমান রেখেছি । যদি তাদের এহেন কারণে ফিশারির মাছগুলি ধ্বংস হয়ে যায় তাহলে আমার মত কয়েকজন পরিবার নিস্ব হয়ে যাবে। আমি তো সমাজের কষ্টদায়ক বা সমাজের কারো অমতের মাঝে এই ফিসারিজ ভাড়া (চুক্তি) নেই নাই । সাহীদ গাজী গং বিভিন্নভাবে আমাকে গালাগালি হুমকি ধমকি দিয়ে আসছে তাদের ভয়ে অনেক সময় আমি বাড়িতেও থাকতে পারিনা । আমার বাড়ির পরিবারের সদস্যদের কে উদ্দেশ্য করে বিভিন্নভাবে গালমন্দ ও হুমকি প্রদান করে আসছে। অনলাইন প্রোটাল- প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি সরজমিনে গিয়ে এলাকার কিছু লোকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এলাকার চুক্তি ভিত্তিক অনেক সদস্যরা চুক্তি করেছে বলে জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন এটা তাদের একটা প্রতিহিংসার ফসল হতে পারে । আমি সরজমিনে গিয়ে দেখে আসছি এবং চেষ্টা করছি যেন উভয়ের সাথে আলোচনা করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিহিংসা থেকে মুক্ত করা যায়। আমি দু-একদিনের মধ্যে আবারও উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবো। এদিকে প্রথম পক্ষ বাদশাহ মিয়ার আরজি যেকোনো সময় ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে আমার এই সর্বনাশ যদি হয়ে যায় এর দায়ভার কে নিবে ওরা তো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কার উসকানীতে সাহীদ গং রা এমন ভয়ানক হয়েছে আমার বুঝে আসছেনা ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.