আনিছুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি : নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান। এই খবরে এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মুশফিকুর রহমান গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতান র ছেলে এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য।
মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটার তালিকায় গরমিলের অভিযোগে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি,এটা গফরগাঁও বাসীর ভালবাসার প্রতিফলন।আমি গফরগাঁও বাসীর প্রতি চীরকৃতজ্ঞতা প্রকাশ করছি।