
চার দিনের অতিরিক্ত গরমে চোখে
মুখে অন্ধকার দেখচ্ছে রোজদাররা।
ইফতারে পিপাসা মিঠানের জন্য বহু
রোজদাররা ফরিদপুর শহরের প্রান কেন্দ্র অগ্রনী ব্যাংক কের সামনের রাস্তা দিয়ে অনেক তরমুজ বিক্রেতারা বসেছে তরমুজ বিক্রি করতে।
কিন্তু চার দিন আগে যে তরমুজ এর
দাম ছিল এক শত টাকা তার দাম হয়েছে এখন চার থেকে পাচঁ শত টাকা ।
মধ্যবিত্ত পরিবারের রোজদারদের তরমুজ কিনা হাতের নাগালের বাহিরে চলে গেছে।
সরোজমিনে ঘুরে দেখাযায় বাজারে
খাবার জিনিসের অভাব নেই কিন্তু
অনেক মধ্যবিত্ত পরিবার কিনতে পারছে না টাকার অভাবে।
বাজারে তরমুজ কিনতে আসা রোজদার সেলিম ও জসিম জানান
দুই /তিন পূর্বে যে তরমুজ বিক্রি হয়েছে একশত টাকা সেই তরমুজ বিক্রয় হচ্ছে এখন প্রায় পাচঁ শত টাকা ।
তরা আরো বলেন সরকার এতো অভিযান চালাচ্ছে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য তার পরেও অসাধু ব্যাবসায়িরা বাজার সিন্ডিকেট করছে।