প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৬:২৪ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে সামাদ সর্দার নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে নিজ বাড়িতে যাবার পথে ১০/১২ জন সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার স্বজনেরা জানান। নিহতের ভাই অটোরিক্সা চালক লালন শেখ জানান, পেশায় ফেরিওয়ালা তার ভাই গতকাল রাতে গুচ্ছগ্রামে একটি ঘরের চাবি বুঝে নিতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসছিলেন। পথে এলাকার খামিনারবাগ গ্রামের রাস্তায় পৌছলে স্থানীয় জাফর,ইলিয়াছ সহ ১০/১২ জন তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্বারের পর মামলা দায়েরের প্রস্ততি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.