প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৬:২৮ পি.এম
ফরিদপুরে অগ্নিকান্ডে প্রতিবন্ধীর বসত ঘর পুড়ে ছাই

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পূর্বপাড়া হত দরিদ্র প্রতিবন্ধী মোঃ জালাল শেখের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জালাল শেখ ওই গ্রামের মৃত হিরু শেখের ছেলে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রান্না ঘর থেকে আগুন লেগে মুহুর্তেই ছাই হয়ে যায় ছোট্ট ঘরটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জালালের বড় ভাই বিল্লাল শেখ জানান, আমরা বাড়িতে কেউ ছিলাম না হঠাৎ করে জালালের ঘরের পিছন থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। সেই আগুন ঘরে লেগে যায়। আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ২টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাজ্জাক হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘর থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.