প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৬:২৮ পি.এম
ফরিদপুরে অবশেষে স্টপেজ পেলো ‘চন্দনা কমিউটার’

ফরিদপুর প্রতিনিধিঃ
অবশেষে ফরিদপুরে স্টপেজ পেয়েছে চন্দনা কমিউটার ট্রেন। মঙ্গলবার (৯ জুলাই) প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে ট্রেনটি থেমে দাঁড়ায়।
ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে দুই মিনিট থামে চন্দনা কমিউটার। এরপর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার জানান, ‘সপ্তাহে শুক্রবার ব্যতীত ৬ দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী আজ প্রথমবারের মত এখানে থেমেছে। ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে, ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
এছাড়া ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে। একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে আসবে এবং রাত ৮টায় ফরিদপুরে পৌঁছাবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.