প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ৩:০৫ পি.এম
ফরিদপুরে আওয়ামী লীগের কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর শহর আঃলীগের দুই গুরুপের দন্দের কারনে বিভক্ত হয়ে পড়ায় আবার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে স্হানীয় একটি হোটেল
যুগ্ন আহবায়ক সহিদ উদ্দিন সাঈদ কে আহবায়ক করে 42 সদস্য কমিটি বিশষ্টি একটি গঠন করে। ঐ কমিটি কেন্দ্রীয় কমিটিতে সুভারিশ করে পাঠানো জন্য জেলা কমিটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েন সদ্য ভারপ্রাপ্ত আহবায়ক দায়িত্বে পাওয়া
সহিদ উদ্দিন সাঈদ। তিনি জানান 2021 সালের সেপ্টেম্বর মাসে এক তারিখ কেন্দ্রীয় কমিটির মির্জ আজম মনিরুল হাসান মিঠু কে আহবায়ক করে ফরিদপুরে 71 সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি
গঠন করে দেয় তিন মাসের জন্য। এবং তিন মাসের মধ্যে একটি পূনাঙ্গ
কমিটি গঠন করবে কিন্তু অদ্যবতি পযর্ন্ত ফরিদপুর শহর আঃলীগের পূনাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে। তাই আমারা জেলা কমিটির
সাথে আলাপ আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। ভারপ্রাপ্ত আহবায়ক আরো জাজান পূর্বের কমিটির 42 জন সদস্য উপস্থিত ছিল।
তাদের মধ্যে রয়েছে লিয়াকত হোসেন মাসুদ হোসেন পিয়ার সামসুল বারী সানু ফরিদপুরের পৌরসভার মেয়র
বাবু অমিতাভ বোস সহ সকলে।
এবিষয়ে পৃর্বের শহর আঃলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু জানান আমি শুনেছি সাঈদ গংরা
একটি আহবায়ক কমিটি গঠন করেছে। এ কমিটির কোন গ্রহন যোগ্যতা পাবে না তার কারন কেন্দ্রীয় কমিটি আমাকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করে দিয়েছে। সে যে কেউ আহবায়ক কমিটি গঠন করতে পারে না।
তিনি আরো জানান এক মাসের মধ্যে ফরিদপুর শহর আঃলীগের পুনাঙ্গ কমিটি গঠন করে ফেলবো।
তবে দুই আহবায়ক একই কথা বলেন যে আমারা বঙ্গবন্ধুর আর্দশে
শেখ হাসিনার রাজনীতি করি।
নেত্রী ফরিদপুরে যাকে দ্বাদশ নির্বাচনে মনোনয়ন দিবে আমার তার জন্য কাজ করে যাবো।
এ দিকে সাবেক ছাত্র নেতা ও সমাজ সেবক ডাক্তার অহিদ জানান আমারা ত্যাগি ও মাঠে থাকা কর্মিদের নিয়ে অল্প সময়ের মধ্যে শহর আঃলীগের কমিটি করা উচিৎ আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.