প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৪, ৫:০১ পি.এম
ফরিদপুরে আওয়ামী লীগের মাসব্যাপী শোক কর্মসূচি শুরু

ফরিদপুর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী কর্মসুচী শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (১ আগস্ট) ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে কর্মসূচি সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
এত সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাব বোসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক ব্যাচ ধারণ শেষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিল হক জানান, শোকের মাস আগস্ট জুড়েই জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করছে। মাসের শেষ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.