প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:৩৩ পি.এম
ফরিদপুরে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধিঃ
ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত সকল দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বেলা শহরের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মুহাম্মদ মুফতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, সহ-সভাপতি
হাফেজ মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব,সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক
মওলানা আব্দুর রহিম ,দপ্তর সম্পাদক
বক্তারা আরো জানান, ভারতের সাথে চুক্তি এ দেশের জনগণের কোন উপকারে আসবে না। অবিলম্বে চুক্তি বাতিল করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে । একই সাথে দেশের মধ্যে চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার ও দাবি করা হয়।
পরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.