প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৩, ৪:২২ পি.এম
ফরিদপুরে ইয়াবাসহ মাদক মামলার আসামি আটক

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ৩৪৮৬ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মো. ফরিদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
রবিবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
জানা যায়, আটক ফরিদ হোসেন ভোলার পূর্ব ইলিশা এলাকার মো. মালেক হোসেনের ছেলে।
সোমবার সকালে ওই মাদক কারবারিকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.