
পবিত্র ঈদ আগামীকাল শনিবার
ঈদ উপলক্ষে আজ শুক্রবার কাচা বাজার নিয়ন্ত্রণহীন। সকালে বাজারে
গিয়ে দেখায় প্রতিটি কাচা তরীতরকারীর দাম দ্বী গুন। সেকল তরকারী গুলো ঈদের দিন প্রয়োজন সে জিনিসের এ অবস্থা।
পঞ্চাশ টাকা শশা বিক্রি হচ্ছে একশত টাকা কেজিতে। মরীচ বিক্রি হচ্ছে একশত বিশ টাকা কেজি। এ রকম প্রতিটি খাদ্য কাচা মালের এ অবস্থা।
এ বিষয়ে বাজারে গিয়ে কারো মাথা ব্যাথা নেই। যার যার মতো তরীতরকারি কিনে বাড়ি ফিরছে।
দাম দ্বিগুণ এ বিষয়ে জামাল. ইলিয়াস.সহ কয়েক জন ক্রেতাদের সাথে হলে তারা বললেন প্রতিবাদ করে কি হবে। প্রতিবাদ করে আমি কিনলাম না কিন্তু আমার মতো অনেকেই কিলে নিয়ে যায়। ঐ দুঃখে আর প্রতিবাদ করি না।আমাদের সংসার চালাতে হিম শিম খাচ্ছি আর
কিছু ব্যাক্তিদের দেখছি দাম কত তাও জিজ্ঞেস করছেনা।
তরকারী বিক্রেতা মাসুদ.গরজন.সাঈদ জানান আমারা
কি করবো আরোদার মালিকরা দাম দ্বিগুন করে আমাদের কিছু করার নেই । আমারা তাদের নিকট থেকে মিল এলে বিক্রি করে। এরা তে দাম নির্ধারণ করে দিবে সে ভাবেই আমাদের বিক্রি করতে হবে।।