প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ৭:০৪ পি.এম
ফরিদপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু

ফরিদপুর প্রতিনিধিঃ
'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪।দিবসটি উপলক্ষে রোববার ( ২৮ শে এপ্রিল) সকালে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।ইনস্টিটিউট এর শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত র্যালি সহ দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার।র্যালীতে অংশগ্রহণকারীরা 'কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলেএকটাই লক্ষ্য, হতে হবে দক্ষ '- এমন নানা ধরনের স্লোগান সম্বলিত লেখাসহ বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন।
এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকাশ কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.