প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৪, ৬:৫০ পি.এম
ফরিদপুরে কোটা আন্দোলনে নিহতদের পাশে সন্ধানী ডোনার ক্লাব

ফরিদপুর প্রতিনিধিঃ
কোটা আন্দোলনের নিহত ফরিদপুরের পাঁচ জনসহ আহত ২৫ জনের পাশে দাঁড়িয়েছে দুপুরের সন্ধানী ডোনার ক্লাব। শনিবার ( ১৭ ই আগষ্ট) রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেকের হাতে পাঁচ হাজার টাকা অনুদান তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান শামীম।
কোটা আন্দোলনে নিহতরা হলেন হাফেজ মোহাম্মদ টুটুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামসু মোল্লা এবং জান শরীফ মিঠু।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, কোটা আন্দোলনের সমন্বয়ক আবরাব নাদিম ইতু ও মোহাম্মদ আরাফাত, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.