প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৮:৫০ এ.এম
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন ১৩ জনসহ মোট ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি,

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন ১৩ জনসহ বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছে। এছাড়া জেলা সিভিল সার্জনের উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করা হয়।
গত বৃহস্পতিবার ( ৩ ই অক্টোবর) সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধয়াক ডা. সাজেদা বেগম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রম উদ্বোধন ।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে ডাক্তার, নার্সসহ আগতদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে হাসপাতালের ডেঙ্গু কর্নারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরন করা হয়। ডেঙ্গু রোগীদের মশারী ব্যবহার ও হাসপাতাল এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকল কে সচেতন করা হয়।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সাজেদা পলিন জানান, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। আজ জেলা হাসপাতাল গুলোতে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এ পর্যন্ত ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ বছর জেলার সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট ৩৭৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। রোগীদের চিকিৎসা দিতে সবধরণের প্রস্তুতি আমাদের আছে ।
তিনি আরো জানান, ফরিদপুর মেডিকেল ও জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা চিকিৎসা দিতে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.