প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরে ও ১ম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি মেলার ১১ টি স্টল পরিদর্শন করেন।
র্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।