প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৫:০৭ পি.এম
ফরিদপুরে ডাকাত দলের গ্রেফতার ৮
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর র্যাব ৮ এর অভিযানে ৭ ডাকাত কে আটক করেছে।
এ বিষয়ে ফরিদপুরের র্যাব ৮ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান।
র্যাব জানায় জেলার কোতোয়ালি থানার পাইকান্দি গ্রামের ফরিদ শেখের বাড়িতে এক দল ডাকাতি করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল
রবিবার দিবাগত রাত ০৫.০৫ঘটনা স্হলে গিয়ে পলায়নত অবস্থায় ৭ ডাকাত কে আটক করা হয়। ডাকাতরা হলো মোঃ আলম. শফিকুল শেখ.ওমর ফারুক.মুসা সিকদার.সবুজ মাতব্বর.শাহাদাত খান.ও খোকা শেখ । অন্য।এক ডাকাত পালিয়ে য়ায়। ডাকাত দল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও দুটি
গরু উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব কর্মকর্তা আরো জানান আসামীদের ডাকাতি ও অস্ত্র
আইনে মামলায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ডাকাত ব্যাক্তিদের বাড়ি ফরিদপুর ও রাজবাড়ীর জেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.