মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন নারীর মৃত্যু                                   

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৩৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  ফরিদপুরে এই প্রথম বাইরের কোন রোগীর চিকিৎসাধীন  অবস্থায়  ডেঙ্গুতে মারা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সুলতা মন্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই জাহানার বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি মারা যান।
জানা যায় , জাহানারা বেগমের  বাড়ী রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের আগমারা গ্রামে। জাহানারা বেগম একই গ্রামের ইউনুছ হোসেনের সহধর্মিণী ।
শুক্রবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান  জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১শ ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শ ২ জন।  মোট আক্রান্ত হয়েছে ৫শ ৯ জন, এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩শ ৪৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম একজন নারী রোগী মারা গেলেন।
তিনি আরো জানান, এছাড়া জেনারেল হাসপাতালে ১০জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯জন ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin