
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপপাত ইউনিয়নের এবং একই গ্রামের নির্মাণ শ্রমিক মিজান শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসির পরিবারের থেকে জানা যায় 2 আগষ্ট বুধবার বিকেলে মিজান বাড়ি
থেকে বাহির হয়। রাতে আর বাড়ি ফিরে নাই মিজান। পরিবারের লোক
জন আত্মীয় স্বজনের বাড়িতে ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছে কিন্তু কোন আত্মীয় বাড়িতে যায় নাই।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা দিকে এলাকা বাসি বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি মহনগনি বাগানে মিজানের লাশ দেখতে পায়।
এলাকা বাসি বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ির পুলিশ কে খবর দেয়।
ফাড়ির কর্মকর্তা আজাদুর রহমান সংঙ্গীয় ফোস নিয়েএসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরো জানান মিজানের শরীরের বিভিন্ন আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মিজান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে তদন্ত করে আইনুন ব্যবস্তা নেওয়া হবে। মিজান রুপপাত এলাকার আহমেদ শেখের ছেলে।