 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৩, ১:০৯ পি.এম
 ফরিদপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরুর মাংস বিক্রি শুরু। 
  
    
    
     ফরিদপুর প্রতিনিধি ।
ফরিদপুর প্রতিনিধি ।
মাংস বিক্রেতাদের আপন পর নেই।
সবাই সমান ওদের নিকট।
ফরিদপুরে  শহরের বিভিন্ন মহল্লায় বিকেল থেকেই শুরু হয়েছে মাংস বিক্রি।
কিন্তু সমস্যা হলো যতো আপন জনই
হোক না কেন মাংস বিক্রেতার ইচ্ছা মতো মাংস নিতে হবে। মহল্লা ঘুরে দেখা যায় শহরের রোজদারা ঈদের মাংস কিনতে এসে অসহায়।
প্রতি মাংসের কেজি নিচ্ছে সাত শত পঞ্চাশ টাকা। একাধিক মাংস ক্রেতা ও রোজদারা জানান মাংস কিনতে এসে আমার ওদের নিকট জিম্মি তার
কারন হচ্ছে চরবি সহ যত ধরনের খারাপ মাংস আছে তা দিয়ে দিবে সাথে।
এ বিষয়ে মাংস বিক্রেতারা জানান
ভালো মন্দ যা আছে তাই সাথে নিয়ে
মাংস নিতে হবে। সবাই আমাদের নিকট সমান।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.