প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৫:৩১ পি.এম
ফরিদপুরে ফেনসিডিল সহ নারীকে আটক করেছে র্যাব

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে শহরে বাসে তল্লাশি চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল সহ হালিমা বেগম মযনা(৩৪) কে আটক করে র্যাব।রবিবার ( ২২ শে সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের শহরের বদরপুরে চেক পোস্ট বসিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।আটক নারী যশোর জেলার কোতয়ালী থানার খোড়কী গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।
ফরিদপুর র্যাব - ১০ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ৯টার দিকে জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন বসানো হয়। চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী একটি বাস র্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়।
এরপর র্যাবের নারী সদস্যের মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করে তার পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে একটি মাদকের ব্যাগ জব্দ করা হয়। এসময় ব্যাগ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৩ লাখ ৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.