প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ১:৪৪ পি.এম
ফরিদপুরে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৮ আগষ্ট মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনী নিয়ে স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বাদ আসর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.