রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫ রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মশালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে বালু মহলের ইজারা বন্ধের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারদের পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের কফিন মিছিল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক ফরিদপুরে সীমানা বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত,আহত২জন ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে কুপ্রস্তাব দিলেন প্রধান শিক্ষক ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুলের দুর্নীতি-পাচার তদন্তে রিট- মাইনুল কেন আড়ালে?
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বালু মহলের ইজারা বন্ধের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারদের

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

নাজিম বকাউল, ফরিদপুর : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের অর্ন্তগত মিটাইন গ্রামের হত  দরিদ্র ২০০ পরিবার ফরিদপুর জেলা প্রশাসক সহ প্রধান উপদেষ্টা , ভুমি উপদেষ্টা , ফরিদপুর পুলিশ সুপার , অতিরিক্ত পরিচালক এন এস আই ও ফরিদপুর প্রেস ক্লাব কে অবগত করে মিটাইন বালু মহলটি বন্ধ করার জন্য লিখিত ভাবে আবেদন করেছেন ।    গত ১৪ ই মে ২৫ ইং তারিখে দুইশত পরিবারের পক্ষে আব্দুল মতিন মোল্লা আবেদনে উল্লেখ করেছেন ,  আমরা লোকমুখে জানতে পেরেছি যে মিটাইনের বি.আর.এস ২৪ এর ৯৭৯ নং দাগের জমি বালু মহল হিসাবে আপনার দপ্তর থেকে ইজারা দেয়া হয়েছে ২০২৫-২০২৬ ইং  সময়ের জন্য। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই খানে কোন বালু নেই শুধুই মাটি এবং তিনটি ফসল উৎপাদন হয়। নদীতে জমি বিলীন হওয়ার কারনে আমরা নিঃস্ব  হয়ে পড়ি।

আমরা এলাকার অর্থবিত্ত ও প্রভাবশালী হয়েও পরবর্তীতে পরের বাড়ী কামলা দিয়ে কেউ বা মানবেতর জীবন যাপন করি। পরবর্তীতে ১৫-১৬ বছর পর  থেকে আবার চর আগলে আমরাই ভোগ দখলে যাই এবং চাষাবাদ শুরু করি। গত ১৬-১৭ বছর স্বৈরাচার সরকার রাষ্ট্র পরিচালনা করলেও এই চরের বালু মহল হিসেবে ইজারা দেওয়া হয়নি। আওয়ামীলীগ এতদিন এই এলাকায় ইজারা দেওয়ার নূন্যতম চেষ্টা করে নাই। আমরা মনে করেছি ৫ই আগষ্টের ছাত্র জনতার বিপ্লবের পর এক শ্রেণির নব্য অসাধু বালু ঠিকাদারদের চাপে পড়ে আপনার দপ্তর থেকে ইজারা দিতে বাধ্য হয়েছেন।

আপনি যদি সরেজমিনে এসে দেখতেন এখনও ইজারা প্রদানকৃত জমিতে ধান, পাট, তিল, বাদামের চাষ রয়েছে। ইজারা কার্যকর  হলে এই ফসল বিনষ্ট হবে এবং আমরা আবার ফিরে যাবো কামলা বিক্রিতে।  এই ইজারা বন্ধ না করলে আমরা সবাই চরম ক্ষতির মধ্যে পড়বো। দুইশতাধিক হত দরিদ্র পরিবারের দাবি , সরেজমিনে তদন্ত সাপেক্ষে এই ইজারা বাতিল করে অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি রক্ষা করা ।  আবেদনকারী আব্দুল মতিন মোল্লা জানান , এই চরটি প্রায় ২০০০ একর ফসলী জমি নিয়ে অবস্থিত  । আমরা ২০০ পরিবাররা তিন ফসলী জমি চাষাবাদ করে খাচ্ছি ।  একটি কুচক্রী মহল ফসলী জমিটিকে বালু মহল দেখিয়ে মাননীয় জেলা প্রশাসককে ভুল বুঝিয়ে অন্যান্য বালু মহলের সাথে আমাদের মিটাইন চরটিকে এক করে দরপত্র আহবান করেন । আমরা মিটাইন বালু মহাল নামটি ইজারা বন্ধ করার জোড় দাবি জানাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin