প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৭:২৮ পি.এম
“ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৬”

ফরিদপুর প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কে গত ১৬ এপ্রিল ফরিদপুর সদরের তেতুলতলা দিকনগর এলাকায় ঢাকা-খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে বিপরীত দিক আলফাডাঙ্গা থেকে আসা ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ নিহতদের পর আহত চিকিৎসাধীন অবস্থায় হুরি বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন। এর আগে সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ ঘটনাস্থলেই একই পরিবারের ৪জনসহ ১১ জন নিহত হন। সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান আরো ৪ জন। পিকআপে থাকা নিহত রাকিবুল ইসলাম মিলনের পরিবারের ৫জনের মধ্যে বেঁচে থাকা একজন ছিলেন তার মা হুরি বেগম। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬জন।
এ ঘটনায় দূর্ঘটনায় বোয়ালমারী উপজেলা রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল হক বাদী হয়ে চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব-১০ অভিযান চালিয়ে ২১ এপ্রিল ঝিনাইদহের কোর্ট চাঁদপুর এলাকা থেকে খোকন মিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনার ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকী রবিবার (২১ এপ্রিল) তাদের অনুসন্ধানী প্রতিবেদন জমা দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে।
তিনি আরো বলেন, ইউনিক পরিবহনের যে বাসটি খোকন চালাতেন, সে বাসের মালিকানা তিনবার বিক্রি করা হলেও রেজিস্ট্রেশন ছিল প্রথম মালিকের নামেই। পরে যারা বাসের মালিকানা কিনে নেন তারা আর পুনরায় রেজিস্ট্রেশন করেননি। র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, এভাবে একনাগাড়ে চালকদের দিয়ে বাস চালাতে বাধ্য করা কতটা যৌক্তিক ছিল, বাস মালিকপক্ষের এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.