
ফরিদপুর প্রতিনিধি:
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা এ কে এম উজ্জ্বল হোসেনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় হতবাক আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতারা। ষড়যন্ত্রমূলক মামলায় উজ্জ্বল হোসেনকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মো. আব্দুল মমিন সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটির আবেদন করেন। শেখ হাসিনা ছাড়াও মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামসহ ১৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় ৭৭ নম্বর আসামি উজ্জ্বল হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, এ কে এম উজ্জ্বল হোসেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। গত ২০২২ সালের ২২ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে ব্যঙ্গ ও কটুক্তি করার অভিযোগ তুলে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল চৌধুরী আহাদ। পরবর্তীতে ওই সালের ৮ ডিসেম্বর আলফাডাঙ্গা থানা পুলিশ উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। কারাগারে থাকার পর ওই মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন। কিন্তু সালথা থানার অপর একটি বিস্ফোরক মামলায় উজ্জ্বল হোসেনকে পুণরায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ কারাভোগের পর জামিনে কারামুক্ত হন তিনি।
এবিষয়ে জানতে মামলার আবেদনে থাকা বাদী মো. আব্দুল মমিন সরকারের মোবাইল নাম্বারে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।