
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের বহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ ৩৬ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় বাদী হয়ে মামলা করেছে নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) । শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হয়ে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ০৮। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায় , শামা ওবায়েদকে ১ নং হুকুমের আসামি এ মামলায় করা হয়েছে। এছাড়া এ মামলায় ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০) ও তার ভাই সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান তৈয়ব ও রয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২১ আগস্ট) কৃষক দল নেতা শহীদুল ইসলামের মোটর শোভাযাত্রা যোগে ঢাকা থেকে নগরকান্দা উপজেলায় যাবার পথে নগরকান্দা ব্রীজ সংলগ্ন এলাকায় শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল এর পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা কবির ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন।