প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৬:৪৫ পি.এম
ফরিদপুরে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে যুবলীগ কর্মী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতআলী থানায় পাঠানো হয়েছে।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর
মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় দায়ের হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ধেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। বাকি সবকিছু জানতে আদালত থেকে কাগজ তুলে নিন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.