 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ২:২৩ পি.এম
 ফরিদপুরে বিনামূল্যে ওমরা হজ্ব করবেন ইমাম মুসল্লিরা  
  
    
    
    
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী,  বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং মুসল্লিদের বিনা খরচে ওমরা হজ্ব করাতে চান গ্রীণ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এফবিসিসিআই'র মেম্বার গ্রীন চাষি মোঃ কামরুজ্জামান মৃধা।
এ উপলক্ষে শনিবার বাদ জোহর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সাতৈর শাহী মসজিদে কুফন ড্রয়ের মাধ্যমে ৬ জনকে মনোনীত করা হয় প্রাথমিকভাবে ওমরা হজ পালন করানোর উদ্দেশ্যে।
মোহাম্মদ কামরুজ্জামান মৃধা জানান,  পর্যায়ক্রমে তিন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের বিনা খরচে ওমরা হজ্ব পালনের সুযোগ দেয়া হবে। পরীক্ষামূলকভাবে ছয় জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হযেছে।
এ সময় সাতৈর শাহী মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান, মধুখালী মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমান ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা  ছিলেন।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.