প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ৩:১০ পি.এম
ফরিদপুরে ব্রাক্ষ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদের ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে শহরের কবি জসীম উদদীন হলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব:) নিরঞ্জন ভট্টাচার্য।
ব্রাক্ষ্মণ সংসদ ফরিদপুর জেলা শাখার আহবায়ক অরুপ চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অব:) তপন চক্রবর্তী, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ব্রাক্ষ্মণ সংসদ নেতা প্রশান্ত চক্রবর্তী, চিত্তরঞ্জন চক্রবর্তী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী সহ অতিথিবৃন্দ। সম্মেলনে ফরিদপুর সহ আশ পাশের বিভিন্ন জেলার ব্রাক্ষ্মণ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অরুপ চক্রবর্তীকে সভাপতি, নারায়ন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং বিপুল রায়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। পরবর্তীতে ২১ সদস্যের কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.