প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৬:৫৩ পি.এম
 ফরিদপুরে ভাংচুর,হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে”মানববন্ধন  
  
    
    
    
ফরিদপুর  প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে  ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা,হত্যা,মন্দির ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সম্মিলিত হিন্দু সমাজের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার ( ১০ আগষ্ট)  বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ফরিদপুরের বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
 প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে  বক্তব্য রাখেন  শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নির্মল বন্ধু ব্রহ্মচারী, ননীগোপাল রায় , ডাক্তার প্রকাশ স্বরূপ অপু, অজয় কুমার রায়, রাম দত্ত , শ্যামল কর্মকার, শিপ্রা গোস্বামী , সিতাংশু মিত্র কিংকর , সুকেশ সাহা প্রমুখ।
উল্লেখ্য, এর আগে একাধিক স্থান থেকে বিভিন্ন মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হয়। এটি শহর প্রদক্ষিণ  শেষে গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয়।
এদিকে আগামীকাল রবিবার ( ১১ ই আগষ্ট)  বিকেল তিনটায় একই দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে  সংগঠকেরা নিশ্চিত করেন।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.