
ফরিদপুর প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফরিদপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।
ভাষা শহীদদের স্মরণে প্রথমে ১ মিনিট নিরবতা পালন শেষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগসহ এর সকল অঙ্গসংগঠন এর নেত্রীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।