প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১:৫৯ পি.এম
ফরিদপুরে মহানগর বিএনপির সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ কে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং সাধারণ মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ফরিদপুর জাতীয়তাবাদী দলের সঙ্গে সাংবাদিকদের চমৎকার সম্পর্ক রয়েছে আর তাই আগামীতেও আমরা একসাথে কাজ করব। তারা আগামীতে তাদের দলীয় কর্মকাণ্ডে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ফরিদপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.