
ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ জুন) বিকেলে শহরের পুলিশ স্কয়ার মার্কেটের হলরুমে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া।সেমিনারে “আন্তর্জাতিক পরিমন্ডলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : আইকনিক সফল দূরদর্শী রাষ্ট্রনায়ক” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সেমিনারে সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম।
সভায় বক্তাগণ জানান, আন্তর্জাতিক পরিমন্ডলে একটি চমৎকার বৈশ্বিক রাজনীতির উদাহরণ সৃষ্টি করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধর্মীয় ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক-রাজনৈতিক সকল ক্ষেত্রে সমস্ত কিছুর মধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত করে গেছেন। তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন।