
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ফরিদপুর আসন এক (আলফাডাংগা. বোয়ালমারী.মধুখালী
এই তিন উপজেলা নিয়ে গঠিত। নতুন পুরান নিয়ে প্রায় ডজনখানেক আঃলীগের নেতারা এলাকাবাসির সাথে গনসংযোগ চালিয়ে যাচ্ছে।
গনসংযোগে আঃলীগ নেতাদের মধ্যে রয়েছে। সাবেক সংসদ কাজি সিরাজ.
সাবেক সংসদ ও আঃ লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান. ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার.
বোয়ালমারী আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা. কেন্দ্রীয় মহিলা আঃলীগের নেত্রী মাহমুদা বেগম কৃক.
আঃলীগ নেতা ও ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফ রহমান দোলন. আঃ নেতা লায়ন সাখাওয়াত হোসেন. সাবেক সংসদ ও শিক্ষাবিদ আব্দুর রউফ মাষ্টারের ছেলে মামুন.বর্তমান সংসদ মন্জুরুল আহসান বুলবুল সহ একাধিক নেতারা।
তবে ফরিদপুর এক আসনের সাধারণ ও তৃণমূলের নেতা কর্মিরা নতুন কাউকে সংসদ বানাতে চাইছে। এলাকা ঘুরে জানান যায় বতর্মান ও সদ্য সাবেক সংসদের উপরে সাধারণ
ভোটারদের চরম রাগ আছে তাদের ভাষায় বুঝতে পারা যায়।