প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৪:২২ পি.এম
ফরিদপুরে সন্ত্রাসীর হামলার শিকার বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সন্ত্রাসীর হামলার শিকারহয়েছে জেলা বিএনপির সাবেক স্বাস্থবিষয়ক সম্পাদক ও রেডক্রিসেন্ট
এর কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ঝিনু কে সাগর খন্দকার নামে এক সন্ত্রাসী কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ( ১৬ ই অক্টোবর) শহরের আলীপুর কবি জসিমউদ্দিন সড়কে দুপুরের দিকে।
এলাকাবাসিরা জানায়, রেডক্রিসেন্ট মার্কেটের পাশে কিছু পান দোকানীদের নিকট সাগর চাদা দাবি করে। এ খবর জানতে পেরে ঝিনু সাগরকে এ সকল কাজ থেকে বিরত থাকতে বলে।
এতে ক্ষুব্ধ হয়ে ঝিনুর উপর রামদা নিয়ে হামলা করে। ঝিনুর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সাগরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয় এবং ঝিনু কে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, এখনো
আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.