প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৪:০১ পি.এম
ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ইমাম শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো: শাহাবুদ্দীন। প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার, দুদকের যুগ্ন পরিচালক মজিবুর রহমান, মাদকের উপ পরিচালক শামিম হোসেন,শাহ মসজিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি কামরুজ্জামান।
শুভেচ্ছা বক্তবো রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক বলেন, আপনারা ইমাম, অর্থাৎ সমাজের নেতা। সমাজ কে ভাল রাখতে আপনাদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের নিয়ে কাজ করছে। সকল মানুষ আপনাদের সম্মান করেন, বিশ্বাস করেন। তাই আপনাদেরও কিছু দায়িত্ব পালন করে যেতে হবে।
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, মাদক, বাল্যবিয়ে, জঙ্গি, সন্ত্রাস রোধে সমাজের শান্তি ও সম্প্রতি রক্ষায় প্রতিটি অঞ্চলে ইমামদের ভুমিকা রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরশনে সকল ইমামদের কাজ করতে হবে। মসজিদে বয়ানের সময় মানুষ কে গঠন মুলক ও তথ্য, সুত্র ভিত্তিক কথা বলতে হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া তিনি ১৯৭৪ সালে জাতির পিতা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মডেল মসজিদ নির্মান করে ধর্ম চর্চায় অগ্রনী ভুমিকার কথা তুলে ধরেন।
এসময় জেলার নয়টি উপেজলা প্রায় ৬'শ ইমাম ও খতিবদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.